শুধুই উদ্ধার খোঁজ

শুধু উদ্ধার খোঁজ ........যখন বাস্তবতার চলতে চাই তখন জীবন খুবই কঠিনতর মনে হয় যখন সত্য,নির্ভীক,আত্বসংযমী থাকতে চাই তখন সবাই সরলতার জাল বিছেয়ে আশার সঞ্চয় দেখায় স্বপ্ন দেখার ছলে মন নিদ্রায় থাকি হতবাক!!! কখন চোখ খুলে দেখি পুর্নতার নামে শুন্নতার গ্লানি এখন শুধু সাথী চাদেঁর অন্ধকারে নিরবতা আ
মি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন